এশিয়া কাপের ৮ দলের চুড়ান্ত স্কোয়াড!

৮ দলের মধ্যে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতই কেবল বাকি ছিল, বাদ-বাকি প্রত্যেকটি দল এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে গত মাসে। আজ অষ্টম দল হিসেবে ১৭ ক্রিকেটারের নাম জানাল আরব আমিরাত।
এশিয়া কাপকে সামনে রেখে আরব আমিরাত পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে। সেই দলের প্রত্যেকে ১৭ সদস্যের স্কোয়াডে রয়েছেন। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন দুই ডানহাতি পেসার সিমারজিৎ সিং ও মতিউল্লাহ খান।
৮ দলের স্কোয়াড:
 
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
হংকং: ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াৎ (সহঅধিনায়ক), জিশান আলী (উইকেটরক্ষক), শহিদ ওয়াসিফ, নিয়াজাত খান, নসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজে, আনশুমান রথ, হসান খান, কালহান মার্ক, আয়ুশ শুকলা, আইজাজ খান, আতিক উল্লাহ রেহমান, কিঞ্চিৎ শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন আরশাদ, আলী হাসান, গজনফর মোহাম্মদ ও মোহাম্মদ ওয়াহিদ।
 
শ্রীলঙ্কা: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালেগে, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা ও মাথিশা পাথিরানা।
পাকিস্তান: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিবাজাদা ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
সংযুক্ত আরব আমিরাত: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পরশ্বর, ইথান ডি’সুজা, হায়দার আলী, হার্শিত কৌশিক, জুনাইদ সিদ্দিকী, মতিউল্লাহ খান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদউল্লাহ, মুহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া, রোহিদ খান, সিমারজিৎ সিং ও সাগির খান।
ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, স্যাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্শিত রানা ও রিংকু সিং।
 
ওমান: যতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুকলা, সুফিয়ান ইউসুফ, আশিশ ওদেদেরা, আমির কালিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশট, করন সোনাভাল, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলী শাহ, ফয়সাল শাহ, মোহাম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমাদ ও সময় শ্রীবাস্তব।
আফগানিস্তান: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, ডারউইশ রাসুলি, সেদিকুল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শরাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, আল্লাহ গজনফর, নুর আহমাদ, নাভিন উল হক ও ফজলহক ফারুকী।
You might also like

Comments are closed.