এশিয়া কাপের ফাইনালে উঠলেও বিব্রতকর রেকর্ড ভারতের

‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’- ক্রিকেটে এমন কথা বেশ প্রচলিত। তবে বাইশ গজের সেই প্রচলিত মিথ যেন ভুল প্রমাণ করেছে ভারতীয় ক্রিকেট দল। চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত সূর্যকুমার যাদবের দল সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েছে। অথচ সেই ভারতই সবার আগে মহাদেশীয় আসরের ফাইনাল নিশ্চিত করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ৫টি ক্যাচ ছেড়েছে ভারত। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৯ রান করা ওপেনার সাইফ হাসান একাই জীবন পেয়েছেন চারবার। টি-টোয়েন্টিতে একজন ব্যাটসম্যানের বিপক্ষে এটাই সর্বোচ্চ ক্যাচ ফেলার নজির ভারতের।

এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও ফিফটি করা শাহিবজাদা ফারহানকে দুবার জীবন দিয়েছে ভারত। সব মিলিয়ে এবারের এশিয়া কাপে মোট ১২টি ক্যাচ ছেড়েছে ভারত। ক্যাচ ছাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হংকংয়ের (১১) চেয়ে যা একটি বেশি।

 

৮টি ক্যাচ ছেড়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। আর সুপার ফোরে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত করা শ্রীলঙ্কা ৬টি ক্যাচ ছেড়ে আছে চতুর্থ স্থানে। পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের ফিল্ডাররা ক্যাচ ছেড়েছে কেবল মাত্র তিনটি। আর সবচেয়ে কম ২টি ক্যাচ ছেড়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

সবমিলিয়ে এবারের এশিয়া কাপে ৮৬.৩ শতাংশ ক্যাচ সফলভাবে নিয়েছে পাকিস্তান, শতাংশের হিসাবে এটাই সর্বোচ্চ। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ক্যাচ নিতে পেরেছে ৬৭.৫ শতাংশ। আর লিটন দাসের বাংলাদেশ ক্যাচ সফলভাবে নিয়েছে ৭৪.১ শতাংশ।

You might also like

Comments are closed.