সেই দিনটি কোনোদিন ভুলবো না

২৯ বছর পরও আমরা ভুলিনি সেই দিনটি, কোনোদিন ভুলবো না।
রাজনীতির নানান হিসাব নিকাশে এরশাদের দল জাতীয় পার্টি এখন ক্ষমতার কাছে।
হারিয়ে গেছে আমাদের অনেক অর্জন।
কিন্তু ৯০এর ৬ ডিসেম্বর রাজপথে থাকার স্মৃতি এখনও শিহরিত করে, গৌরবান্বিত করে।

লিখেছেন প্রভাষ আমিন: হেড অব নিউজ, এটিএন নিউজ

You might also like

Comments are closed.