এমবাপ্পে-রদ্রিগোর গোলে স্বস্তির জয় পেল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে কোচ আলোনসো শিষ্যরা।

রোববার (১৪ ডিসেম্বর) নিজেদের মাঠে রিয়ালকে আতিথ্য দেয় আলাভেস।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। ২৪ মিনিটে চোট কাটিয়ে দলে ফেরা কিলিয়ান এমবাপ্পের গোলে ডেডলক ভাঙে রিয়াল মাদ্রিদ। মাঝমাঠ থেকে জুড বেলিংহ্যামের বাড়ানো বল ধরে স্কোরলাইন ১-০ করেন এই ফরাসি তারকা। প্রথমার্ধে আর কোনো গোল না হলে লিড নিয়েই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা।

দ্বিতীয়ার্ধের ২৩তম মিনিটে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় স্বাগতিকরা। তবে ৮ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে আলাভেসের বিপক্ষে ২-১ গোলের জয় নিশ্চিত করেন রদ্রিগো।

মূলত, রিয়ালের কঠিন সময়ে পাওয়া এই জয় কোচ আলোনসোর কাছেও এসেছে স্বস্তির বার্তা হয়ে। ১৭ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালানরা।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.