এমবাপ্পের গোলে ফের শীর্ষে রিয়াল

লা লিগায় হেতাফের মাঠে ১-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচে ব্যবধান গড়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে টেবিলের শীর্ষস্থান ফিরে পেল আলোনসোর দল।
পুরো ম্যাচে আধিপত্য দেখানো রিয়াল প্রথম হাফে গোল করতে ব্যর্থ হয়। তবে ৯টি শট নিয়েছিল তারা। স্বাগতিকদের গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় তারা।
তবে সবকিছু বদলে যায় দ্বিতীয় হাফে। ৭ মিনিটের মধ্যে হেতাফের দুই ফুটবলার লাল কার্ড দেখেন। তার মাঝে একটি গোল হজম করে তারা।
মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেন হেতাফের অ্যালেন নিয়ম। মাঝমাঠে ভিনিসিউস জুনিয়রকে কনুই দিয়ে ধাক্কা দেয়ায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। তার তিন মিনিট পরই গোল পায় রিয়াল। বদলি হিসেবে নামা গিলারের পাস পেয়ে গোল করেন এমবাপ্পে।
৮৪তম মিনিটে হেতাফের দ্বিতীয় ফুটবলার লাল কার্ড দেখেন। অ্যালেক্স সানক্রিস ফাউল করেন ভিনিসিউসকে, তাকে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের ৭৪তম মিনিটে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন তিনি।
দুই খেলোয়াড় কমতি থাকায় শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি হেতাফে। হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।
You might also like

Comments are closed.