এমআরএ ভবন উদ্বোধন করলেন ড. ইউনূস

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবন উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৭ মে) সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় এ ভবনের উদ্বোধন করেন তিনি। প্রধান উপদেষ্টা ভবনটির উদ্বোধন করলেও ফলকে তার নাম ছিল না।

এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী পরিচালক অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমআরএ ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি। ভবনটি ১৬ তলা ভিত্তির ওপর নির্মিত হয়েছে এবং এতে রয়েছে আধুনিক সকল সুবিধা। ভবনের আওতায় রয়েছে বাউন্ডারি ওয়াল, নিরাপত্তা গেট, গার্ড রুম, রেইন ওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থা, সেপটিক ট্যাংক, সোক ওয়েল, সাইনেজ, ম্যুরাল ও ডিপ টিউবওয়েলসহ অন্যান্য অবকাঠামোগত সুবিধা।

You might also like

Comments are closed.