এভাবে আর কতোদিন চুপ থাকব আমি?

এ সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। দীর্ঘদিন ধরে নিয়মিত নাটকে অভিনয় করছেন। অভিনয় দিয়ে বেশ প্রশংসিতও তিনি।

শনিবার দুপুরে নিজের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দেন এই অভিনেত্রী। তা নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

মেহজাবিন তার ওই স্ট্যাটাসে লেখেন, এভাবে আর কতোদিন চুপ থাকব আমি?

হঠাৎ এমন স্ট্যাটাস কেন? এর পেছনের কারণ এখনো জানা যায়নি। তবে তার সমর্থকরা বিভিন্ন কমেন্টস করছে সেই স্ট্যাটাসে।

এদিকে জনপ্রিয় এ অভিনেত্রী নতুন বছরের শুরুতেই ‘কাজলের দিনরাত্রী’ নামে একটি নাটকে অভিনয় করেন। এ নাটকটি প্রচারে আসার পর দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। শিগগিরই নতুন নাটকের শুটিংয়ে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি।

You might also like

Comments are closed.