এবার ২-১ ব্যবধানে ভারতকে হারাল বাংলাদেশ

মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। আজ শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম সেট হেরেছিল। দ্বিতীয় সেট জেতায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জেতায় বাংলাদেশ ২-১ ব্যবধানে ভারতকে হারায়।
স্ট্যান্ডার্ড হ্যান্ডবলে সাধারণ গোলে জয় পরাজয় নির্ধারণ হয়৷ বিচ হ্যান্ডবলে অবশ্য ভিন্ন। এখানে ১০ মিনিট করে দুই সেটের খেলা। প্রতি সেটের গোলের উপর জয় পরাজয়। দুই দল এক সেট করে জিতলে খেলা গড়ায় টাইব্রেকারে। সরাসরি জিততে হলে দুই সেটই জিততে হয়।
বাংলাদেশ প্রথম সেটে ১৬-২৮ গোলে হেরেছিল। দ্বিতীয় সেটে বাংলাদেশ ১৯-১০ গোলে জেতে ১-১ সমতা আনে। টাইব্রেকারে বাংলাদেশ ৭-৩ ব্যবধানে জয় পায়।
বাংলাদেশ গত রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ২-০ গোলে। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খোকন মোল্লা। ভারতের ম্যাচেও খোকন মোল্লার পারফরম্যান্স ছিল অসাধারণ। এই ম্যাচেও বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। লিগ পদ্ধতির এই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ।
বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল যাওয়ার আগে আত্মবিশ্বাস নিয়ে মালদ্বীপ গিয়েছিল। সেখানে যাওয়ার আগে ঢাকায় পল্টন ময়দানে বালুর ওপর অনুশীলনও করে কিছুদিন। সেই অনুশীলনের খানিকটা সুফল মিলছে দুই ম্যাচে।
You might also like

Comments are closed.