এবার সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা
এক রহস্যময় গল্প এবার বড় পর্দায় নিয়ে আসছেন বিজ্ঞাপন জগতের পরিচিত নাম সৌমাভ ব্যানার্জি। তার প্রথম কমার্শিয়াল ফিচার ফিল্ম ‘অটবী’ সাইকোলজিক্যাল থ্রিলারে রয়েছে হরর, মিস্ট্রি ও ক্রাইমের নানা উপাদান।
আর এই বহুস্তরীয় গল্পের অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকারকে। পরিচালকের এই নতুন কাজে মধুমিতার পাশাপাশি রয়েছেন সাহেব ভট্টাচার্য, রাহুল অরুণোদয় ব্যানার্জি, আরিয়ান ভৌমিক এবং নবাগতা ইনায়া চৌধুরী।
পরিচালক সৌমাভের কথায়, ‘জাপানে কাল্পনিকভাবে তৈরি এক ‘সুইসাইড ফরেস্টের’ ধারণা থেকে অনুপ্রাণিত হয়েই ছবির মূল কনসেপ্ট তৈরি হয়েছে। এক জঙ্গলে হারিয়ে যাওয়া বোনকে খুঁজে বের করার আড়ালে আসলে নিজেদের ভেতরের যন্ত্রণা আর লুকানো শত্রুদের খুঁজে দেখাই এই চিত্রনাট্যের মূল প্রেক্ষাপট।’

গল্পের শুরুটা হয় এক মর্মান্তিক পারিবারিক দুর্ঘটনা দিয়ে, যেখানে ছোট দুই বোন ডিম্পল ও তানিয়া তাদের বাবা-মায়ের ভয়াবহ মৃত্যু চোখের সামনে দেখে। এই ট্রমা তাদের মধ্যে এক দৃঢ় মানসিক বন্ধন তৈরি করে। এর মাঝেই পুলিশ ডিম্পলকে জানায়, তার ছোট বোন তানিয়া নিখোঁজ। তদন্তে উঠে আসে, তানিয়াকে শেষবার দেখা গিয়েছিল স্থানীয়দের কাছে আত্মহত্যার জায়গা হিসেবে পরিচিত, নিষিদ্ধ ‘চামসুট্টি’ জঙ্গলের সামনে।
নিজের নতুন কাজ নিয়ে মধুমিতা সরকার বলেন, ‘কাজটা করতে গিয়ে অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে। এমন কনসেপ্টে আগে কাজ করিনি। সৌমাভদা খুব ঠান্ডা মাথার মানুষ। তার সঙ্গে এবং সাহেবদা, রাহুলদা, ইনায়া, আরিয়ানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও দুর্দান্ত। ঝাড়গ্রামের জঙ্গলে ছবির প্রথম পর্বের শুটিং করেছি আমরা।’

Comments are closed, but trackbacks and pingbacks are open.