এবার রয়টার্সের বিরুদ্ধে মামলা মিয়ানমার সেনাবাহিনীর

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বিরুদ্ধে মামলা করেছে মিয়ানমারের সেনাবাহিনী। একইসঙ্গে স্থানীয় এক আইনপ্রণেতার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করা হয়েছে।

রাখাইন রাজ্যে দুই রোহিঙ্গা মুসলিম নিহত একটি খবর প্রকাশ করে রয়টার্স। এ নিয়ে মিয়ানমার সেনাবাহিনী আপত্তি জানায়। সেনাবাহিনী ও আরাকান আর্মি পাল্টাপাল্টি দোষারোপ করে।

এই রিপোর্টকে কেন্দ্র করেই রয়টার্স ও স্থানীয় এমপির বিরুদ্ধে মামলা হয়। মানহানির সর্বোচ্চ সাজা ২ বছরের জেল।

পুলিশ লেফট্যানেন্ট কিয়াও থু বলেছেন, মামলার ব্যাপারে পুলিশ এখনো রয়টার্সের সঙ্গে যোগাযোগ করেনি। তবে করবে।

You might also like

Comments are closed.