এবার ভয়াবহ বন্যার কবলে ইসরায়েল

ইসরায়েলে চলমান দাবানলের ক্ষতচিহ্ন শুকানোর আগেই এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশটি। রোববার (৪ মে) থেকে দক্ষিণ ইসরাইলের বিস্তীর্ণ এলাকা টানা ভারি বৃষ্টিপাত ও তীব্র বাতাসের কারণে প্লাবিত হয়ে পড়ে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং পরিবহন ব্যবস্থায় নেমে এসেছে অচলাবস্থা।

স্থানীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার (১.৩ ইঞ্চি) এবং কিবুৎজ ইয়োতভাতায় ১৭ মিলিমিটার (০.৭ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় দেখা গেছে প্রবল বজ্রপাত ও শিলাবৃষ্টি, যা স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত করে তুলেছে।

প্লাবিত রাস্তায় জননিরাপত্তার কথা বিবেচনায় রেখে পুলিশ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিয়েছে। বন্ধ সড়কগুলোর মধ্যে রয়েছে– মিৎজপে র‌্যামন থেকে কেতুরা জংশন পর্যন্ত ‘রুট ৪০’, আইন গেদি থেকে হা’আরাভা জংশন এবং সেখান থেকে দক্ষিণে ইলাত পর্যন্ত ‘রুট ৯০’, হালুকিম জংশন থেকে মিৎজপে রাস্তায় ‘রুট ২০৪’ এবং ইলাত সংলগ্ন এক্সিটগুলো ‘ রুট ৯০ ও ১২’।

পুলিশ ও প্রশাসন জনগণকে বন্যাকবলিত এলাকা এড়িয়ে চলার এবং প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের কাছাকাছি না যাওয়ার অনুরোধ জানিয়েছে। তারা বলেছে, এমন এলাকায় যাতায়াত ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ এবং কোনোভাবেই তা অনুমোদনযোগ্য নয়।

You might also like

Comments are closed.