এবার টেলিভিশনে ঈদ মাতাবে শাকিব খানের ‘তুফান’

ঈদুল ফিতর উপলক্ষে এবার টেলিভিশনের পর্দায় আসছে রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত ব্লক বাস্টার হিট সিনেমা ‘তুফান’। এতে দর্শকরা ঘরে বসেই সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন।

সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করেছে সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।

‘তুফান’ ১৯ সেপ্টেম্বরে দুটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পায়। ‘তুফান’র ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভিতে। এবারের ঈদুল ফিতরেই দর্শকরা টিভি পর্দায় সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা বলেন, ‘দীপ্ত টিভি সবসময় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে মানসম্পন্ন বিনোদনমূলক কনটেন্ট প্রচার করে। এরই ধারাবাহিকতায় ‘তুফান’ নিয়ে আসা হচ্ছে। আশা করি, দর্শকরা ঈদে সিনেমাটি দারুণ উপভোগ করবেন।

আলফা আই স্টুডিওসের এমডি শাহরিয়ার শাকিল বলেন, ‘তুফান শুধু প্রেক্ষাগৃহেই নয়, ওটিটিতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার ঈদে টেলিভিশন দর্শকদের জন্য এটি একটি বিশেষ উপহার হতে যাচ্ছে। আশা করছি, টেলিভিশনের বিশাল দর্শকদের জন্য এটি হবে এক অনন্য বিনোদন অভিজ্ঞতা।’

২০২৪ সালের ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। মুক্তির পরই সিনেমাটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সিনেমায় সুপারস্টার শাকিব খান দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও ঢাকার মাসুমা রহমান নাবিলা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.