এবার করোনা আক্রান্ত চিত্রনায়িকা পপি

করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর তিনদিন আগে করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে পপি খুলনা খালিশপুরে তার নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।

পপির জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে। আগামি সপ্তাহে তিনি দ্বিতীয়বার করোনা টেস্ট করবেন।

বাংলাদেশে করোনা বিস্তারের আগেই পপি বেড়াতে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। লকডাউনে সেখানে আটকা পড়েন তিনি। নিজের সামর্থের মধ্যে কয়েক দফায় খালিশপুর ও পাশ্ববর্তী এলাকায় অসচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেন।
পপির পরিবার জানায়, দিন ছাড়া রাতেও পপি শহরের রাস্তার মানুষদের সাহায্য দিতেন। মানুষকে সহযোগিতা করতে গিয়ে তিনি সংক্রমিত হয়েছেন।

পপি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। এখনও হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না।

করোনা মুক্ত হয়ে আবার যেন কাজে ফিরতে পারেন পপি তার জন্য দেশাবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

You might also like

Comments are closed.