এবার করোনায় আক্রান্ত শিক্ষা উপমন্ত্রীর ভাই
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে উপমন্ত্রীর ভগ্নিপতি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, সালেহীন বেশ কিছুদিন ধরে ঢাকায় অবস্থান করেছিলেন। গত বৃহস্পতিবার ঢাকা থেকে ফেরার পর তার জ্বর আসে। পরে নমুনা পরীক্ষার জন্য ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠালে ফলাফল পজিটিভ আসে।
এদিকে জেলা সিভিল সার্জন অফিস ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, রোববার চট্টগ্রামে করোনা ভাইরাস পরীক্ষায় দু’টি ল্যাবে মোট ৭৫ জন নতুন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডিতে ২১৭টি নমুনা পরীক্ষায় ২২ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে (সিভাসু) ৯৭টি নমুনা পরীক্ষায় ৫৩টি পজিটিভ ফলাফল এসেছে।

Comments are closed.