এবার করোনায় আক্রান্ত পাকিস্তানি ওপেনার তৌফিক উমর

পাকিস্তানের সাবেক ওপেনার তৌফিক উমর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তৌফিক নিজেই।

কভিড-১৯ পজিটিভ হওয়া চতুর্থ সুপরিচিত ক্রিকেটার তৌফিক। এর আগে স্কটল্যান্ডের মাজিদ হক, পাকিস্তানের জাফর সরফরাজ ও দক্ষিণ আফ্রিকার সলো কুইনি আক্রান্ত হন করোনা ভাইরাসে। এদের মধ্যে জাফর মারা গেছেন।

জিও নিউজকে তৌফিক বলেন, ‘আমি গতকাল অসুস্থবোধ করছিলাম। তখন টেস্ট করাই। টেস্টে আমার পজিটিভ এসেছে।’ তৌফিক জানিয়েছেন, বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সাবেক এই ওপেনার।

পাকিস্তানের হয়ে ২০০১ সালে টেস্ট অভিষেক তৌফিক উমরের। ৪৪ টেস্টে ২৯৬৩ রান করেন এই বাঁহাতি। সবশেষ টেস্ট খেলেন ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।

মাঝে ২০০৬-২০১০ পর্যন্ত ছিলেন দলের বাইরে। পাকিস্তানের হয়ে ২২টি ওয়ানডেও খেলেছেন তৌফিক। যাতে তার সংগ্রহ ৫০৪ রান।

You might also like

Comments are closed.