এবার এসডি রুবেলের নায়িকা শিরিন শিলা
জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসডি রুবেল। অভিনেতা হিসেবেও তিনি পরিচিত। প্রায় পাঁচ বছর মঞ্চ নাটকের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তবে সঙ্গীতশিল্পীর আড়ালে তার অভিনয় সত্তার বিষয়টি অনেকেরই অজানা ছিল।
আরও পড়ুন
অবশেষে ২০১২ সালে ফের অভিনয়ে আসেন এ গায়ক ও অভিনেতা। কিন্তু সেটি রুপালি পর্দায়। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘এভাবেই ভালোবাসা হয়’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে নাম লেখেন। এতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।
এরপর চলচ্চিত্র নির্মাণও শুরু করেন তিনি। পরিচালক হিসেবে দ্বিতীয় ছবি নির্মাণ শুরু করেছেন এস ডি রুবেল। ‘নীল আকাশে পাখি উড়ে’র গল্প তাঁর, অভিনয়ও করছেন কেন্দ্রীয় চরিত্রে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন শিরিন শিলা।
এস ডি রুবেল বলেন, ‘অনেক দিন ধরে নতুন সিনেমার পরিকল্পনা সাজিয়েছি।
কিছুটা গুছিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চেয়েছিলাম। নতুন সিনেমার গল্পের মূল বিষয় হলো, মানুষ চাইলেই নিজেকে ভালো রাখতে পারে। সৎ থেকে নিজেকে গড়ে তুলতে পারাটাই প্রকৃত জীবন। এখন চলছে শুটিং।
আশা করছি আগামী বছর ছবিটি মুক্তি দিতে পারব।’ উল্লেখ্য, পরিচালক এস ডি রুবেলের প্রথম ছবি ‘বৃদ্ধাশ্রম’।

Comments are closed.