এবার ইউরোপে শুল্ক বসাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিন সিদ্ধান্ত গ্রহণ অব্যাহত রেখেছেন। কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর তিনি জানিয়েছেন এবার তার লক্ষ্য ইউরোপীয় ইউনিয়ন। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকায় সহায়তা কমানোর ঘোষণাও দিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাদ্যম সিএনএনর এক প্রদিবেদন থেকে এই তথ্য জানা যায়।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া ট্রাম্প বলেন, খুব শিগগিরই তিনি ইইউয়ের ওপর শুল্ক বসাতে যাচ্ছেন। তিনি বলছেন, এটা অনেক কঠিন হবে। কষ্টকর হবে। কিন্তু যে ফল আসবে তার জন্য এই কঠিন পরিস্থিতি তাকে নিতে হবে।

ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, দক্ষিণ আফ্রিকায় জমি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং নির্দিষ্ট শ্রেণির মানুষের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র কোনোভাবেই এটা মেনে নেবে না, এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে। এজন্য এর বিরুদ্ধে পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত আগামী দিনের সব ধরনের সহায়তা বন্ধ করা হবে।

সাম্প্রতিক সরকারি তথ্যানুযায়ী ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ৪৪০ মিলিয়ন ডলারের সহযোগিতা করে যুক্তরাষ্ট্র।

ইইউ নিয়ে ট্রাম্প বলেন, ‘তারা (ইউরোপীয় ইউনিয়ন) সত্যিই আমাদের সুবিধা নিয়েছে। আমাদের ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি ঘাটতি রয়েছে। তারা আমাদের গাড়ি নেয় না, কৃষি পণ্য নেয় না। তারা প্রায় কিছুই নেয় না। কিন্তু আমরা তাদের কাছ থেকে সবকিছুই নিই- লাখ লাখ গাড়ি, প্রচুর পরিমাণে খাদ্য এবং কৃষি পণ্য।’

এজন্য তিনি ইউরোপের ওপর শুল্ক বসাতে চান। তবে কবে এই পদক্ষেপ নেবেন তা নিয়ে কোনো আভাস দেননি।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ‘বাণিজ্য যুদ্ধে’ এতে করে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং বিশ্বজুড়ে পণ্যের দাম বাড়তে পারে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.