এনআইডি ইসির অধীনে রাখার দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

ইসি সচিবালয় ও সারাদেশে নির্বাচনী অফিসের বাইরে বৃহস্পতিবার (১৩ মার্চ ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের এ সেবা ইসি থেকে সরিয়ে নিলে নির্বাচন বাধাগ্রস্ত হবে।

তারা দাবি করেন, বিশাল জনগোষ্ঠীর এ ডাটাবেজ ইসিতে থাকাই নিরাপদ। একটি স্বার্থান্বেষী মহল ইসি থেকে এ সেবা সরিয়ে নেয়ার পাঁয়তারা করছে।

তাই আগামী মঙ্গলবারের মধ্যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন বাতিল করা না হলে, বুধবার অর্ধদিবস কর্মবিরতিতে যাবে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন আপসহীন বলেও জানান তারা।

এদিকে রবিবার (৯ মার্চ) এনআইডি ইসিতে রাখতে প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সম্প্রতি এনআইডি কার্যক্রম একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের অধীনে নেয়ার জন্য আলোচনা চলছে। এ উদ্যোগের বিরোধিতা করে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন।

এর আগে ৬ মার্চ এনআইডি নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিস্কার- এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, এনআইডি ইসিতেই রাখা হোক আর সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.