এখন সময় আমাদের, আসুন প্রমাণ করি
নিশিতা বড়ুয়া (সংগীঙ্গীতশিল্পী): আমাদের সঙ্গীত ভুবনকে অনেক দিয়েছেন।
আমরা চাইলেও এই ঋন শোধ করতে পারবনা।
এখন সময় আমাদের……
আসুন আমরা পারি তা প্রমান করি।
কোন সহযোগীতা সহমর্মিতা না, শুধু প্রানভরা ভালবাসা, অগাধ শ্রদ্ধা আর মন থেকে প্রার্থনাই যথেষ্ঠ।
রন্টি দাস (সংগীঙ্গীতশিল্পী): দাদার সাথে আজও কথা হলো,, দাদার গলার আওয়াজ শুনে চিৎকার করে কান্না চলে এসেছিলো, তখন দাদা বলছিল আরে বাবু কান্দিস না,,আমার টাকা লাগবেনা,,শুধু আমার জন্য pray করতে বল সবাইকে,,,আসলেই আমরা কেউ কিছু করতে পারবোনা, একমাত্র আল্লাহ ছাড়া, যাই হোক আমার কাছে একটা একাউন্ট নাম্বার আছে,বউদি দিয়েছে,বলেছে,ফেইসবুক আর জন্সম্মুখে না দিতে,,কেউ যদি চান,,আমরা ভাই বোন রা কয়েকজন টাকা collect করছি,যদি কেউ চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন,,,,,pls,,শুধু টাকা নয় যেকোনো মনের কথা ও আমাদের বলতে পারেন,যেটা আমি বা আমরা দাদা পযন্ত পৌছে দেবো,,,এতে করে আপনারা আমরা দাদার জন্য ভাবছি তাতেই তিনি অনেক খানি সুস্থ হয়ে উঠবেন,,,we love u dada..,,,এই link ঢুকে ও আপনারা donate করতে পারেন,,,,.https://www.gofundme.com/f/andrew-kishore
উল্লেখ্য, সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন ক্যান্সারাক্রান্ত দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর।