সব বয়সী দর্শকের জন্য ‘প্রিয় মালতী’

বিভিন্ন আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসে দেশের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সেন্সর পেয়েছে ছবিটি। তাতে দেওয়া হয়েছে ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র। ফলে সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত ‘প্রিয় মালতী’।

জানা গেছে, সিনেমাটির সেন্সর ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দীন। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার সিনেমাটির প্রদর্শনী শেষে এটিকে ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দেওয়া হয়। আজ কিংবা কালকের মধ্যে ছাড়পত্র পেয়ে যাবেন পরিচালক।

শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘প্রিয় মালতী’ ছবিতে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ মালতির চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। একজন নিম্ন- মধ্যবিত্ত ঘরের লড়াকু নারী চরিত্র ‘মালতী’। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা। ছবিটির প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড।

‘প্রিয় মালতী’ মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন। এরই মধ্যে সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে দেখানো হয়েছে। তবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে ‘সাবা’, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.