এক হারে সব শেষ হয়ে যায়নি: হামজা

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে এক হারে সব শেষ হয়ে যায়নি বলে এমনটাই মনে করছেন লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী।

তিনি বলেছেন, আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি। কিন্তু দল হিসেবে ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে কারণ আমরা সবে শুরু করছি। ইনশাআল্লাহ আমরা যেখানে যেতে চাই খুব শিগগিরই সেখানে পৌঁছে যাবো।

 

মঙ্গলবার (১০ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে এই আশাবাদ ব্যক্ত করেন হামজা। একইসঙ্গে তিনি সিঙ্গাপুরের কাছে ২-১ গোলের হারের ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করেন।

দর্শকদের ধন্যবাদ জানিয়ে আবার দেখা হওয়ার আশাবাদ শুনিয়েছেন পোস্টে তিনি লিখেছেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে।’

বুধবার (১১ জুন) ভোরেই ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হামজা। তার সঙ্গে একই ফ্লাইটে চড়েছেন শমিত সোমও। যদিও সোমের গন্তব্য কানাডা।

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সামনে আরও চারটি ম্যাচ বাকি। এর মধ্যে তিনটি ম্যাচ চলতি বছরই অনুষ্ঠিত হবে।  আর শেষ ম্যাচটি হবে আগামী বছর। চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ হংকংয়ের মুখোমুখি হবে দুইবার। ৯ অক্টোবর হামজারা ঘরের মাঠে হংকংকে আতিথ্য দেবে, এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে খেলতে নামবে। পরবর্তী মাসে অর্থাৎ ১৮ নভেম্বর, বাংলাদেশ নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে খেলবে। সবশেষে ২০২৬ সালের ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে বাছাইপর্বের শেষ ম্যাচটি খেলবে হামজা-জামাল-সমিতরা।

এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশের অবস্থান ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে। সমান ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষ দুটি স্থানে সিঙ্গাপুর ও হংকং। চার দলের গ্রুপে সবার শেষে ভারত, যদিও পয়েন্ট বাংলাদেশের সমান ১-ই।

You might also like

Comments are closed.