‘এক লাখের বেশি আমেরিকানের মৃত্যু পহেলা জুনের মধ্যে’

১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

সিডিসির পরিচালক ডা রবার্ট রেডফিল্ড টুইটারে লিখেছেন, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে সম্ভাব্য মৃত্যুর ১২টি ভিন্ন ফোরকাস্টিং মডেল যাচাই করেছে সিডিসি। ১১ মের তথ্য অনুযায়ী, সামনের সপ্তাহগুলোতে মৃত্যু বাড়ার আভাস পাওয়া গেছে এবং ১ জুনের মধ্যে মোট সংখ্যা (মৃত্যু) ১ লাখ ছাড়িয়ে যাবে।

ডিপার্টমেন্টের ফোরকাস্টিং মডেলের মাধ্যমে এই পূর্বাভাস পেয়েছেন বলে জানান তিনি। খবর সিএনএন ও আনাদোলুর।

গত মঙ্গলবার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন মডেল সংশোধন করার পরই সিডিসি প্রধান টুইট করলেন। বিশ্ববিদ্যালয়ের পূর্বাভাস ৪ আগস্টের মধ্যে করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হবে ১ লাখ ৪৭ হাজার মানুষের।

করোনাভাইরাসে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু আর আক্রান্তের এ দেশটি দৈনিক মৃত্যুতেও শীর্ষে। প্রতিদিনই গড়ে দুই হাজারের কাছাকাছি মানুষ মারা যাচ্ছেন।

এক মাসের মধ্যে মাত্র দু’দিন হাজারের নিচে নেমেছিল প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৭১৫ জন। এ পর্যন্ত সেখানে মারা গেছেন মোট ৮৭ হাজার ৫৩০ জন।

আক্রান্তের তালিকারও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। আসছে শীতে দেশটির করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.