এক মাসে তিনবার কেঁপে উঠলো চীন!
চীনের কিংহাই প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় ডেলিঙ্গা শহরে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা ২১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। জানুয়ারি মাসে এখন পর্যন্ত তিনবার ভূমিকম্পের ঘটনা ঘটলো চীনে।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার(সিইএনসি) এক বিবৃতিতে জানায়, ৩৮.৪৪ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৯৭.৩৭ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের আট কিলোমিটার গভীরে ভূমিকম্পটির মূল কেন্দ্র ছিল।
এর আগে গত ০২ জানুয়ারি দেশটির জনপ্রিয় পর্যটন শহর লিজিয়াংসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থার মতে চীনের ইউনান এবং সিচুয়ান প্রদেশের সীমান্তে ঐ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪ এবং গভীরতা ছিল ৩৮ কিলোমিটার। এতে অন্তত ২২ জন আহত হন।
আবার গত ৮ জানুয়ারি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ভোরে শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে।
এদিকে গত ২১ জানুয়ারি কয়েক ঘণ্টার ব্যবধানে ভূমিকম্পে কেঁপে ওঠে এশিয়ার অন্তত ছয়টি দেশ। শুক্রবার (২১ জানুয়ারি) ভারত-মিয়ানমার-বাংলাদেশ দিয়ে শুরু, এরপর একে একে যোগ হয়েছে জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়াও। এর মধ্যে সবচেয়ে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে জাপানে। বাংলাদেশ সময় শুক্রবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিয়ুশু দ্বীপে আঘাত হানে এ ভূকম্পন। এতে রাস্তাঘাটসহ বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।