এক ইলিশের দাম ১৩ হাজার!

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ নেই বললেই চলে। তারপরও জেলেদের জালে যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তা খুবই কম; যার কারণে হতাশ স্থানীয় জেলেরা। তবে চাঁদপুর মাছঘাটে ইলিশ সরবরাহ কম থাকলেও চলতি মাসের শুরু থেকে জেলেরা বড় সাইজের ইলিশ পাচ্ছেন।

সোমবার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে জেলেদের জালে ধরা পড়ে আড়াই কেজি ওজনের একটি ইলিশ; যা পাইকারি আড়তে নিলামে তুলে বিক্রি হয়েছে ১৩ হাজার ১৫০ টাকায়।

সকালে ইলিশ ঘাটে উত্তম দাসের আড়তে মেঘনা নদীতে ধরা পড়া আড়াই কেজি ওজনের ইলিশটি নিয়ে আসা হয়। সেখানে বিক্রির জন্য হাঁকডাকে অন্তত ১৫ ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে ১৩ হাজার ১৫০ টাকায় কিনে নেন নবীর হোসেন নামে এক ব্যবসায়ী।

ব্যবসায়ী নবীর হোসেন জানান, জুন মাস থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন; যা আগে দেখা যায়নি। কিছুদিন আগেও ২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে, সেটিও তিনি কিনেছেন।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার জানান, ইলিশের সরবরাহ একেবারে নেই। দক্ষিণাঞ্চলের ইলিশ আসে না; যা আসে তার বেশির ভাগ স্থানীয় নদীর ইলিশ। মাঝে মধ্যে দুয়েকটি বড় আকারের ইলিশ জেলেরা ঘাটে নিয়ে আসেন। বড় ইলিশের দামতো একটু বেশি হবে- এটাই স্বাভাবিক।

You might also like

Comments are closed.