একাত্তর/চব্বিশকে এক কাতারে আনার প্রস্তাবে আপত্তি বিএনপির

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের অভ্যুত্থানকে এক কাতারে আনার যে প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন, তাতে ঘোর আপত্তি জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও মনে করে না দলটি।

রবিবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের ব্রিফ করেন।

সালাহউদ্দিন জানান, সংবিধানের মূলনীতি পরিবর্তনের পক্ষে নন তারা। দুদক-জনপ্রশাসন এবং বিচারবিভাগের অনেক প্রস্তাবনায় একমত হলেও জাতীয় পরিচয়পত্র ও সংসদীয় আসন পুনঃনির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার পক্ষে মতামত দিয়েছে বিএনপি।

সংস্কার নিয়ে বিচার বিভাগের সুপারিশের প্রায় সবগুলোতে একমত হলেও বিএনপির আপত্তি রয়েছে অন্য অনেক প্রস্তাবে। যার মধ্যে অন্যতম সংবিধান ইস্যু। গণতন্ত্রের চরিত্র হারানোয় সংবিধান সংশোধন দরকার বলে জানান সালাহউদ্দিন। তবে, গণপরিষদ ভোটের প্রয়োজনীয়তা দেখছে না তার দল।

নির্বাচন কমিশনের দায়বদ্ধতা সংসদীয় কমিটিতে রাখার বিপক্ষে মত দেওয়া হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণও কমিশনের সাংবিধানিক এখতিয়ার। একই সঙ্গে এনআইডি সেবা আলাদা প্রতিষ্ঠানে গেলে সঙ্কট বাড়বে বলে বিএনপি মনে করে।

গণভোট প্রসঙ্গে দলের অবস্থান জানিয়ে আবারও জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দেন এই বিএনপি নেতা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.