এই প্রথম মেয়েকে প্রকাশ্যে আনলেন কিম
প্রথমবারের মতো মেয়েকে প্রকাশে এনেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাষ্ট্রপ্রধানদের মধ্যে ব্যক্তি জীবনে সবচেয়ে বেশি গোপনীয়তা রক্ষা করে চলা কিম জং উনের মেয়ে রয়েছে, বলে দীর্ঘ দিন ধরে গুজব আকারে জানত মানুষ। এখন তার সত্যতা মিলল।
শুক্রবার উত্তর কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিদর্শনে মেয়েকে সঙ্গে নিয়ে যান কিম জং উন। মেয়ের নাম কিম চু-এ বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ কয়েকটি ছবি প্রকাশ করেছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে নিক্ষেপের সময় বাবার সঙ্গে ডেকে দাঁড়িয়ে তা দেখেন কিম চু-এ। সেখানে পৌঁছানোর সময় বাবার হাত ধরে হাটতে ও কথা বলতে দেখা যায় তাকে।
কিমের মেয়ে রয়েছে, মাঝে মাঝে এমন তথ্য প্রচার হলেও ২০১৩ সালে প্রথম মার্কিন বাস্কেটবল তারকা ডেনিস রোডম্যান এ কথা বলেন। রোডম্যান বলেছিলেন, উত্তর কোরিয়া সফরে তিনি কিমের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন এবং সমুদ্রপাড়ে অবকাশ যাপনকালে মেয়ে চু-এ-কে কোলেও নিয়েছিলেন।
বিশেষজ্ঞরা বলেন, কিম জং উনের অন্তত তিন সন্তান রয়েছে। দুই মেয়ে ও এক ছেলে। চু-এ সম্ভবত সবার বড়।