এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের তারিখ জানাল শিক্ষা বোর্ড
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা করেছে বোর্ডগুলো। এ ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে ১৭ অক্টোবর থেকে। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এ আবেদনের প্রক্রিয়া।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।
এতে আরও বলা হয়, পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইন মাধ্যমে করা যাবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।
এর আগে আগামী ১৬ অক্টোবর ঘোষণা করা হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। শিক্ষার্থীরা ওয়েবসাইটে বা মোবাইলের ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও এ ফল জানতে পারবে।

Comments are closed.