উমামা ফাতেমার নেতৃত্বে হচ্ছে প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করতে যাচ্ছেন শিক্ষার্থী উমামা ফাতেমা। সোমবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় শেষ হয়েছে এই নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময়।

আগামীকাল মঙ্গলবার বেলা ৩টায় তার নেতৃত্বাধীন প্যানেলের নাম ও নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে তিনি জানান।

উমামা ফাতিমা জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের প্যানেলের নাম ও পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করা হবে। তবে প্রাথমিকভাবে তারা ডাকসুকে রাজনৈতিক দলগুলোর জাতীয় নেতৃত্ব তৈরির মঞ্চ হিসেবে ব্যবহার না করার অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কেই প্রাধান্য দিচ্ছি। ডাকসুকে জাতীয় নেতা বানানোর জন্য ব্যবহার করতে চাই না। প্রতি বছর ডাকসু নির্বাচনের ক্যালেন্ডার অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।’

ফাতিমা আরও জানান, যেসব শিক্ষার্থীর যথাযথ যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা রয়েছে, কেবল তাদের নিয়েই সম্পাদক ও সদস্য পদে প্যানেল সাজানো হয়েছে।

আগামীকাল ঘোষণার মধ্য দিয়ে উমামা ফাতিমার স্বতন্ত্র প্যানেলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন তিনি

You might also like

Comments are closed.