উপযুক্ত সময়ে জম্মু-কাশ্মীরের মর্যাদা ফেরানো হবেঃ অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সঠিক সময়ে জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফেরানো হবে। সরকার সে ব্যাপারে সদা সচেষ্ট। শনিবার লোকসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করার সময় অমিত শাহ একথা বলেছেন বলে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিভিন্ন পত্রিকার খবরে বলা হয়েছে।

এই বিলের সঙ্গে জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদার কোনও সম্পর্ক নেই জানিয়ে ভারতের সংসদের নিম্নকক্ষে শাহ বলেন, “অনেক সাংসদ বলেছেন, এই বিলটি পেশ করার মানে হল জম্মু-কাশ্মীরকে আর রাজ্যের মর্যাদা দেওয়া হবে না। আমি বিলটি পেশ করেছি, এবং আমি স্পষ্ট করে জানাচ্ছি এর উদ্দেশ্য কী। এখানে কোথাও লেখা নেই, জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফেরানো হবে না। কোথা থেকে এ ব্যাপারে নিশ্চিত হচ্ছেন আপনারা? আমি আবারও বলছি, এই বিলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। রাজ্যের মর্যাদা সঠিক সময়ে ফেরানো হবে।”

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ অগস্ট সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করেছিল কেন্দ্র। তার ফলে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা রদ হয়ে যায়। সঙ্গে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।

অমিত শাহের দাবি, তারপর থেকে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বিষয়ে রাজনীতি করবেন না। যদি আপনারা রাজনৈতিক লড়াই চান, তাহলে রিংয়ে আসুন এবং প্রতিদ্বন্দ্বিতা করুন। এটা আমাদের দেশের সংবেদনশীল এলাকা।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.