উন্নত চিকিৎসার জন্য লন্ডনে তামিম

বেশ কিছুদিন ধরেই পেটে ব্যথা অনুভব করছেন তামিম ইকবাল। উন্নত চিকিৎসা নিতে তাই আজ লন্ডনে গেলেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক। ক্রিকেটারদের মুখপাত্র ওয়াসিম খান জানান, বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটে এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা দেন তামিম। দুবাইয়ে যাত্রা-বিরতির পর লন্ডন পৌঁছবেন তিনি।

বাঁহাতি ওপেনার তামিম একাই গিয়েছেন লন্ডনে। স্বাস্থ্যবিধি মেনে সেখানে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর শুরু হবে তার চিকিৎসা। কবে ফিরবেন সেটি নির্ভর করছে চিকিৎসার ধরনের ওপর।

তামিমের সমস্যার সূত্রপাত তিন মাস আগে। দেশের অভিজ্ঞ ডাক্তারদের দেখিয়েও আসল সমস্যাটা ঠিক বোঝা যায়নি। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক সিদ্ধান্ত নেন লন্ডনে বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন।

লন্ডনের এক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে অনলাইনে নিয়মিত যোগাযোগ ছিল তামিম। সেই চিকিৎসকই তাকে লন্ডনে যাওয়ার পরামর্শ দেন। এ প্রসঙ্গে গত সপ্তাহে তামিম বলেছিলেন, ‘মাস তিনেক আগে হুট করে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করি। প্রায় ১২ ঘণ্টা ছিল সেই ব্যথা। ভেবেছিলাম হয়তো ফুড পয়জনিং টাইপ কিছু। কিন্তু কিছুদিন পর আবার ব্যথা। গত তিন সপ্তাহে তিনবার এরকম ভয়ঙ্কর ব্যথা হয়েছে পেটে। এতটাই যে ঠিকমত শুয়ে-বসেও থাকতে পারি না। প্যাথলজিক্যাল টেস্ট করিয়েও কোথায় সমস্যা সেটি ধরা পড়েনি। এজন্যই লন্ডন যাওয়া। তবে তামিমের ইচ্ছা ছিল সিঙ্গাপুর কিংবা ব্যাংকক চিকিৎসা নেয়ার। কিন্তু আপাতত ঢাকা থেকে দেশ দুটির ফ্লাইট বন্ধ। আরো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি। সিদ্ধান্ত নিয়েছি সেটি লন্ডনেই করাবো।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.