উত্তরা-টঙ্গী মেট্রো রেল সম্প্রসারণের সমীক্ষা চলছে: কাদের

রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রৌ রেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রো রেলের ডিপোতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণকাজ আগামী বছরে জুনে শেষ হবে। বিশ্ব ইজতেমা ও বইমেলাসহ বিভিন্ন দিবসে মেট্রো রেলের সময়সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

কাদের বলেন, ‘মেট্রো রেলে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রো রেলের ছয়টি লাইন।’

You might also like

Comments are closed.