উত্তরায় প্রকাশ্যে দম্পত্তির ওপর হামলা: গ্রেপ্তার আরও দুজন
রাজধানীর উত্তরার সড়কে প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। এ ছাড়া হামলায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়।
গত সোমবার রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে এক দম্পতিকে প্রকাশ্যে কোপানো হয়।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) নামের দুজনকে গ্রেপ্তারের তথ্য মঙ্গলবার জানায় পুলিশ। এ ঘটনায় করা মামলায় আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এ ছাড়া আবদুল্লাহপুর এলাকা থেকে আলফাজ (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তারের তথ্য বুধবার জানানো হলো। তারা হলেন সাইফ (২৫) ও সজীব (২৩)।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফ ও সজীবকে গতকাল রাতে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া দুটি রামদা। ছবি: সংগৃহীত
রওনক জাহান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কুপিয়েছেন আলফাজ ও সাইফ। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রবির বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল।
হামলার ঘটনায় মঙ্গলবার ভোরে উত্তরা পশ্চিম থানায় ভুক্তভোগী নারী সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।