উজ্জ্বল নিকমের বায়োপিকে ওয়ামিকা গাব্বির
অভিনেতা রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি পর্দায় আবার একসাথে দেখা দিতে যাচ্ছেন। এই নতুন প্রজেক্টটি হল গণপ্রকৌশলী উজ্জ্বল নিকমের জীবনীভিত্তিক সিনেমা। পরিচালক অভিষেক অরুণের হাতে নির্মিত এবং প্রযোজক দিনেশ বিজানের তত্ত্বাবধানে ছবিটি উজ্জ্বল নিকমের গুরুত্বপূর্ণ বিচারিক অভিযানগুলো তুলে ধরবে, যার মধ্যে রয়েছে ১৯৯৩ সালের বোম্বে বোমা হামলা এবং ২০০৮ সালের মুম্বাই ট্রেন হামলার মামলা।


Comments are closed.