উচ্চারণ নিয়ে সমালোচনার জবাবে মুখ খুললেন জাহ্নবী কাপুর

পরম সুন্দরী’ মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ২৯ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি। ছবির প্রধান চরিত্র সুন্দরীর ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। ট্রেলার প্রকাশের পর থেকেই চরিত্রটি ঘিরে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে মালয়ালি দর্শকদের একাংশ প্রশ্ন তুলেছেন জাহ্নবীর উচ্চারণ ও উপস্থাপন ভঙ্গি নিয়ে।
তাদের অভিযোগ, দক্ষিণ ভারতীয় মেয়ের চরিত্রে জাহ্নবীর অভিনয়ে যথাযথ স্বাভাবিকতা ও সাংস্কৃতিক নির্ভুলতা ধরা পড়েনি। তবে এই সমালোচনার জবাব দিয়েছেন জাহ্নবী কাপুর। তিনি জানিয়েছেন, ছবির কাহিনি অনুসারে তার চরিত্র আসলে অর্ধেক তামিলিয়ান এবং অর্ধেক মালয়ালি। ফলে স্বাভাবিকভাবেই ভাষা, উচ্চারণ ও আচার-আচরণে মিশ্রণ এসেছে।
ছবিটি পরিচালনা করেছেন তুষার জলটা এবং প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। প্রেমের গল্পের আবহে তৈরি এই ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। কাহিনির পটভূমি গড়ে উঠেছে দিল্লি ও কেরালার টানাপোড়েনের ভেতর দিয়ে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রেলারের ঝলক দেখে যতটা প্রশ্ন উঠেছে, পূর্ণ ছবি দেখার পর দর্শকরা হয়তো চরিত্রটির ভিন্ন মাত্রা উপলব্ধি করবেন। এখন শুধু অপেক্ষা, মুক্তির পর কতটা গ্রহণযোগ্য হয়ে ওঠে জাহ্নবীর অভিনীত এই সাংস্কৃতিক শিকড়ে প্রোথিত চরিত্রটি।
You might also like

Comments are closed.