ঈদ করতে বাড়ি যাওয়ার পথে বাসচাপায় নিহত ৪

ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় অন্তত চারজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন– গৌরীপুরের দুর্বারচরের মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), মোসাম্মৎ দিলরুবা (৪০), প্রীতি (৭) ও রীতি (১৪)। এই দুর্ঘটনায় আহত মাহি (১৬) ও শ্যামলী (২০) নামের দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা নগরীর নাটক ঘরলেন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঈদ করার জন্য আজ ভাগনামারি গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চন্দ্রপাড়া এলাকায় গৌরীপুরগামী যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বাস। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার জানান, অটোরিকশাকে পেছন দিক থেকে বাস ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। নিহতরা ময়মনসিংহ শহরে বাস করতেন। ঈদ করার জন্য অটোরিকশায় করে গ্রামে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে। বাসের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.