ঈদের জামাত থেকেও দূরে রাখা হলো ইমরান খানকে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান টানা তৃতীয়বারের মতো ঈদুল ফিতর উদযাপন করলেন কারাগারে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি থাকা অবস্থায় তাকে এবারও ঈদের জামাতে অংশগ্রহণে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। কঠোর নিরাপত্তা প্রাচীরের কারণে সোমবার কারাগারের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত ঈদের নামাজ থেকে বিচ্ছিন্ন থাকতে হয় তাকে।
জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ঈদ উপলক্ষে কারাগারের ভেতর মসজিদে জামাত হলেও ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে (যিনি একই কারাগারে বন্দি) নিজ সেলেই অবস্থান করতে বাধ্য করা হয়। তবে অন্যান্য বন্দি, কর্মকর্তা ও কর্মচারীরা নামাজে শরিক হন। ঈদের দিন ইমরানকে উপহার হিসেবে চার সেট নতুন পোশাক, এক জোড়া জুতা ও একটি কোমরকোট দিয়েছে কর্তৃপক্ষ।
ইমরানের দলের সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভ এড়াতে আদিয়ালা কারাগারের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিষ্ঠানটির আশেপাশে স্থাপন করা হয় ৮টি অতিরিক্ত চেকপোস্ট, মোতায়েন করা হয় প্রায় ২০০ নিরাপত্তা কর্মী। পুলিশের রায়ট কন্ট্রোল ইউনিট ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়।
ঈদের দুই দিন আগে আদালত ইমরানকে বই সরবরাহ ও তার সন্তানদের সঙ্গে কথা বলার অনুমতি দিলেও “প্রক্রিয়াগত জটিলতা”র কারণে তা বাস্তবায়িত হয়নি। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও রাষ্ট্রীয় উপহার বিক্রির মতো প্রায় ১০০টি মামলায় কারাবন্দি রয়েছেন ইমরান খান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.