ঈদের ছুটিতে রমনা পার্কে মানুষের ঢল
পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে রাজধানীর রমনা পার্কে ভিড় জমেছে দর্শনার্থীদের। শিশু, তরুণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা সবাই পার্কের সবুজ প্রাঙ্গণে সময় কাটাতে এসেছেন। বুধবার বিকেলে পার্কের বিভিন্ন স্থানে দেখা গেছে উৎসবের আমেজ। শিশুদের ভিড় ছিল পার্কের শিশু চত্বরে, আর পরিবারগুলো উপভোগ করছিল প্রকৃতির সান্নিধ্য।
দুপুর থেকেই রমনা পার্কে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা। পার্কের সবুজ ঘাসের ওপর পিকনিকের চাদর বিছিয়ে আড্ডা দিচ্ছিলেন অনেকে। কেউ আত্মীয়-পরিজনের সাথে গল্প করছেন, আবার কেউ বাচ্চাদের নিয়ে খেলছেন। লেকের পাশে দাঁড়িয়ে অনেকেই সেলফি তুলছিলেন, কেউবা নৌকা ভ্রমণে ব্যস্ত। পার্কের বিভিন্ন প্রান্তে কিশোর-কিশোরীদের দলবদ্ধ আড্ডাও চোখে পড়েছে।
ঈদের আনন্দকে ঘিরে পার্কের ভেতরে ও বাইরে স্থাপন করা হয়েছে ভ্রাম্যমাণ ফুলের স্টল। দর্শনার্থীরা ফুল কিনে গাঁথছেন মালা, বা সাজাচ্ছেন পরিবারের সদস্যদের হাতে। এছাড়া পার্কজুড়ে ছোটোখাটো দোকানে বিক্রি হচ্ছে আইসক্রিম, চুরমুটি, ঝালমুড়ির মতো মুখরোচক খাবার। শিশুদের জন্য রয়েছে বেলুন, রঙিন খেলনা ও বায়ুচালিত গাড়ির ব্যবস্থা।
আজিমপুর থেকে আসা রুবেল হাওলাদার বলেন, “ঢাকায় এমন সবুজ জায়গা কম। ঈদে গ্রামে না গিয়ে পরিবার নিয়ে এখানেই প্রকৃতির মাঝে সময় কাটালাম। বাচ্চারা দৌড়ঝাঁপ করে খুব মজা করছে।”
বেসরকারি চাকরিজীবী শাহাজান মুন্সী জানান, “চাকরির ব্যস্ততায় বাচ্চাদের সময় দিতে পারি না। ঈদে তাদের আবদার মেটাতে পার্কে নিয়ে এলাম। তাদের উচ্ছ্বাস দেখে আমারও ভালো লাগছে।”