ঈদের ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে রাজধানীর পর্যটন স্পট

ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে বেড়েছে ভ্রমণপিপাসু মানুষের সমাগম। হাতিরঝিল, বলধা গার্ডেন, বিভিন্ন পার্ক ও জাদুঘরে পরিবার ও স্বজনদের নিয়ে ঘুরতে আসা মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এসব স্থান। মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদের ছুটির আমেজে রাজধানীর রূপসী জায়গাগুলোতে উৎসবের আবহ তৈরি হয়েছে।

বিকেল থেকেই বলধা গার্ডেনে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। স্ত্রী, সন্তান, বাবা-মা ও আত্মীয়-স্বজনদের নিয়ে অনেকে এখানে সময় কাটাচ্ছেন। ঢাকার যানজটমুক্ত রাস্তা কাজে লাগিয়ে ছুটির দিনগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছেন অনেকেই। বলধা গার্ডেনে ঘুরতে আসা হাসিব আল জামি বলেন, “ঈদের সময় ঢাকার রাস্তা ফাঁকা থাকে, তাই পরিবার নিয়ে বের হওয়া সহজ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন ভালো করে দেয়।”

অন্যদিকে, হাতিরঝিলে দিনের শেষে জমে উঠেছে ভ্রমণপ্রিয় মানুষের ভিড়। রাতের আলোকসজ্জা ও শীতল আবহাওয়ায় অনেকেই এখানে আড্ডা দিচ্ছেন, ছবি তুলছেন। ঢাকার ব্যস্ততা থেকে মুক্তির জায়গা হিসেবে হাতিরঝিলকে বেছে নিয়েছেন দর্শনার্থী রিয়ন মাহবুব। তিনি বলেন, “গতকাল মিরপুরে ঘুরেছিলাম, আজ বলধা গার্ডেন ও হাতিরঝিলে এসেছি। ঈদের ছুটিতে প্রতিদিনই নতুন জায়গা খুঁজছি।”

ঢাকার কর্মব্যস্ত জীবনের মধ্যে ঈদের ছুটি অনেকের কাছেই স্বস্তির সময়। দর্শনার্থী আতিক হাসান বলেন, “সারা বছর সময়ই কম থাকে। ঈদে প্রিয়জনদের নিয়ে ঘুরে মানসিক চাপ কাটাচ্ছি।”

রাজধানীর পর্যটন স্পটগুলোর কর্তৃপক্ষ জানায়, ঈদের সময়ে দর্শনার্থীদের সুবিধার জন্য নিরাপত্তা ও পরিচ্ছন্নতা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রকৃতির মাঝে উৎসবের এই আমেজ আগামী কয়েকদিনও অব্যাহত থাকবে বলে ধারণা স্থানীয়দের।

You might also like

Leave A Reply

Your email address will not be published.