ঈদযাত্রার শুরুতেই ভোগান্তি, আশুলিয়ায় ৬ কিলোমিটার যানজট
নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে ভোগান্তি শুরু হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ চলমান থাকায় সৃষ্ট গর্তের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ট্রাফিক পুলিশ জানায়, গত ৩-৪ দিনের টানা বৃষ্টি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণ কাজ ও অব্যাহত এই বৃষ্টির কারণে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে যারা উত্তরবঙ্গ যাত্রা করবেন তারা কিছুটা ভোগান্তিতে পড়বেন। তবে এখন কিছুটা সহনীয় পরিস্থিতি হলেও ঈদযাত্রায় কঠিন হতে পারে বলে শঙ্কা রয়েছে।
হানিফ পরিবহনের চালক আসলাম মিয়া জানান, শ্রীপুর থেকে বাইপাইল পর্যন্ত প্রায় ৩০-৪০টি গর্তের সৃষ্টি হয়েছে। এজন্য গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না, যানজটের সৃষ্টি হচ্ছে। শুধু রাস্তা খারাপের কারণে ৩-৪ কিলোমিটার সড়কে সবসময় যানজট লেগে থাকে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী। যানজট নিরসনে এরই মধ্যে তারা কাজ শুরু করছে।
বাইপাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. রিজওয়ান বলেন, সড়ক বিভাগ সৃষ্ট গর্তগুলোকে নিয়ে কাজ করছেন। পুলিশও যানজট নিরাসনে কাজ করছেন। এছাড়াও মাঠে সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। আশা করি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবো।

Comments are closed.