ইয়েমেনে বিদ্রোহীদের হামলায় ৩০ সেনা নিহত

আহত ৬০

ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬০ জন। সৌদি নেতৃতাধীন ঘাঁটিতে এ হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের সেনা কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

আজ রোববার আল আনাদ নামে সামরিক ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালায় বিদ্রোহীরা। প্রশিক্ষণ ক্যাম্পকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদো্রহীদের পক্ষ থেকে এ হামলার ঘটনায় এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৪ সাল থেকে দেশটিতে হুতি বিদো্রহীদের সঙ্গে সংঘর্ষ চলছে সৌদি জোটের।

You might also like

Comments are closed.