ইস/রায়েলকে ফুটবল থেকে নিষি/দ্ধের আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞদের

কিছু দিন আগে ইসরায়েলকে ক্রীড়াক্ষেত্র থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে স্পেন। এমনকি যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে ২০২৬ বিশ্বকাপে তারা ফুটবল দলও নাও পাঠাতে পারে বলে ঘোষণা দেয়। এবার গণহত্যার জন্যই ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধর দাবি তুলেছে জাতিসংঘের এক বিশেষজ্ঞ দল। ফিফা ও উয়েফাকে অনুরোধ করেছে ইসরায়েলকে যেন নিষিদ্ধ করা হয়।
জাতিসংঘের স্বাধীন ৮ বিশেষজ্ঞ এক বিবৃতিতেতে লিখেছে, ‘ব্যাপক মানবাধিকার লঙ্ঘনকারী দেশের প্রতিনিধিত্বকারী জাতীয় দলকে নিষিদ্ধ করা উচিত।’ বিশেষজ্ঞরা জানিয়েছে, যেসব দেশ ইসরায়েলের সাথে আন্তর্জাতিক সংস্থা এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে তাদের ‘গণহত্যার মুখে নিরপেক্ষ থাকা উচিত নয়’।
বিশেষজ্ঞ দলে আছেন ফিলিস্তিন ভূখণ্ডে অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রানসেচকা আলবানিজ এবং ব্যবসা ও মানবাধিকার বিষয়ক জাতিসংঘের কর্মীরা। তবে তারা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে নিষিদ্ধ চাইলেও খেলোয়াড়দের চান না। তারা বলেছেন, ‘ব্যক্তিগত খেলোয়াড়দের উৎপত্তি ও জাতীয়তার কারণে কোনো বৈষম্য বা নিষেধাজ্ঞা থাকা উচিত হবে না।’
এর আগে লন্ডনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক ইভেন্টে ক্যান্টোনা বলেছেন, ‘ইউক্রেনে হামলার ৪ দিন পরেই রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা ও উয়েফা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যারে গণহত্যা বলছে তার ৭১৬ দিনে এসেও ইসরায়েল ম্যাচে অংশ নিচ্ছে। ইসরায়েলকে অবশ্যই নিষেধাজ্ঞা দিতে হবে ফিফা ও উয়েফাকে। সঙ্গে ক্লাবগুলোর উচিত তাদের সঙ্গে না খেলা।’
সূত্র: বার্তাসংস্থা আনাদোলু
You might also like

Comments are closed.