‘ইসলামের বিধান’ মানতে তালেবানের প্রতি আহ্বান সৌদির

আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের পর আতঙ্কে রয়েছেন দেশটির নাগরিকরা। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়ও গোষ্ঠীটির প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন মানবাধিকার লঙ্ঘন না করে।  সৌদি আরবও চায়, তালেবান যেন ‘ইসলামি শরিয়ত’ মেনে আফগানিস্তানে মানুষের জীবন, সম্পদ এবং নিরাপত্তা নিশ্চিত করে।

সোমবার তালেবানের প্রতি এ আহ্বান জানায় সৌদি আরব। খবর রয়টার্সের।

ইসলামের আঁতুড়ঘর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া আফগান জনগণের সঙ্গেই রয়েছে সৌদি আরব।  সৌদি আরব আশা করে, ইসলামের নীতির ওপর ভিত্তি করে তালেবান এবং আফগানিস্তানের অন্যান্য দল নিরাপত্তা, স্থিতিশীলতা, মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করবে।

পরিস্থিতি দ্রুতই স্থিতিশীল হবে বলে আশা করছে মধ্যপ্রাচ্যের দেশটি।

রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ সময় দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন দেশের দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে ২০ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষমতা হারানো তালেবান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.