ইসরায়েলে ২৩০ প্রজেক্টাইল নিক্ষেপ হিজবুল্লাহর

ইসরায়েলি ভূখণ্ডে বৃহস্পতিবার (৩ অক্টোবর) লেবানন থেকে আনুমানিক ২৩০টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমনই অভিযোগ করেছে ইসরায়েল। শুক্রবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, দিনভর ইসরায়েলে তারা ৩২টি ভিন্ন ধরনের হামলা চালিয়েছে। এ ছাড়া ইরানের আরেকটি ছায়া মিলিশিয়া বাহিনী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার দাবি করেছে।

তবে এসব হামলায় ইসরায়েলে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। হিজবুল্লাহপ্রধান, হামাসপ্রধানকে হত্যা ও লেবাননে অতর্কিত হামলার জবাবে গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান।

ইরানের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ৮০ শতাংশ ইসরায়েলে আঘাত হেনেছে। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি ইসরায়েলে।

ইরানের এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য বিপজ্জনক মুহূর্তে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.