ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের ১২ সাংবাদিক নিহত

গত ১২ জুন দিবাগত মধ্যরাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। এরপর তৎক্ষণাৎ ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরানও। দীর্ঘ ১২ দিন স্থায়ী ছিল এই যুদ্ধ। ২৪ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। টানা ১২ দিনের এই সংঘাতে ইসরায়েলি হামলায় ইরানের অন্তত ১২ সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ইরান জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দু’দেশের মধ্যে সংঘাতের সময় ইরানের ডজনখানেক সাংবাদিক এবং মিডিয়া কর্মী নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর শাখা বাসিজ প্যারামিলিটারি ফোর্সের মিডিয়া আর্ম জানিয়েছে- মিডিয়া কর্মীদের মধ্যে নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলবিরোধী মিত্র গোষ্ঠীগুলোর প্রতি ইঙ্গিত করে ইরান অভিযোগ করেছে, সত্যের পক্ষে থাকা মিডিয়ার কণ্ঠরোধ করার জন্য এবং প্রতিরোধ ফ্রন্টের মিডিয়াকে দমন করার জন্য ইচ্ছাকৃতভাবে মিডিয়া অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সংঘাতের সময় ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের হামলায় দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক লোক নিহত হয়েছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের সংখ্যা এক হাজার ৬০ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।

আরব নিউজ

You might also like

Comments are closed.