জেনিনে অভিযান: ইসরায়েলি সেনার গুলিতে নিহত ছোট্ট শিশু লাইলা
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের পাশে তল্লাশি অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, মেয়েশিশুটির নাম লায়লা মোহাম্মদ আয়মান আল–খাতিব। বয়স আড়াই বছর।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, জেনিনের মার্টিয়ার্স ট্রায়াঙ্গল এলাকায় শনিবার (২৫ জানুয়ারি) রাতে তল্লাশি অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনা লায়লার মাথায় গুলি করে। গুরুতর আহত হয়ে শিশুটি পরে মারা যায়।
এর আগে ফিলিস্তিনের ওয়াফা সংবাদমাধ্যম প্রতিবেদনে জানায়, গুরুতর আহত অবস্থায় শিশু লায়লাকে ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছিল।
আর টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় লায়লার সন্তানসম্ভবা মা–ও আহত হয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়।
জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আছে ছোট্ট শিশু। ছবি: সংগৃহীত
শিশু লায়লার নিহতের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা লুকিয়ে আছে, এমন গোপন সংবাদ পেয়ে সেখানে একটি ভবন লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়েছিল ইসরায়েলের সেনারা।
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।