ইলন মাস্ক মারা যাবেন রহস্যজনক পরিস্থিতিতে!

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। বিশ্বজুড়ে বরাবরই থাকেন আলোচনায়। কদিন আগেই ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার চুক্তি করেন বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের স্বত্বাধিকারী এই প্রযুক্তি উদ্যোক্তা প্রকৌশলী।

তবে, এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে আলোচনায় ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার পর পর দু’টি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা।

জীবন সংশয়ে রয়েছেন বলে সোমবার এক টুইটে ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, “আমি যদি রহস্যজনক পরিস্থিতিতে মারা যাই, জেনে ভালোই লাগলো।”

এই টুইটের মাত্র কিছুক্ষণ আগেই তিনি এক রাশিয়ান কর্মকর্তার পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে লেখা হয়েছিল, ইউক্রেনে অস্ত্র এবং সেনা পাঠাচ্ছে পেন্টাগন। আর ওই সেনা এবং অস্ত্র পাঠানোর সঙ্গে ইলন মাস্ক জড়িত। তিনি আরও লেখেন, ‘আপনি (ইলন) যতই বোকা বানানোর চেষ্টা করুন, এর জন্য আপনাকে ভুগতে হবে।’

You might also like

Comments are closed.