ইরানে গায়িকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ
ইরানের মাজানদারান প্রদেশে বেশ কয়েকজন নারী গায়িকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এসব পেজে ‘অপরাধমূলক কনটেন্ট’ প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
যেসব শিল্পীর অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, তাদের মধ্যে আছেন মন্দানা আকবরজাদে, আজাদেহ কেবরিয়া, জেইনাব বেরিমানি এবং ফাতেরেহ হামিদি। তাদের ইনস্টাগ্রাম পেজে এখন একটি বার্তা দেখা যাচ্ছে, যেখানে লেখা— ‘অপরাধমূলক কনটেন্ট প্রকাশের কারণে এই পেজটি বন্ধ করা হয়েছে।’ একই সঙ্গে একটি সতর্কবার্তাও যুক্ত করা হয়েছে— ‘ব্যবহারকারীদের অপরাধমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।’
এ পদক্ষেপটি এমন সময়ে এসেছে যখন ইরানে গায়িকাদের গান গাওয়া ও প্রকাশ্যে পারফর্ম করা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই নিষিদ্ধ। নারীরা প্রকাশ্যে গান বা নাচ পরিবেশন করতে পারেন না, এবং তাদের ওপর বাধ্যতামূলকভাবে হিজাব পরিধান আইন প্রয়োগ করা হয়।
তবুও অনেক নারী শিল্পী ব্যক্তিগত আয়োজন, আন্ডারগ্রাউন্ড কনসার্ট বা অনলাইনের মাধ্যমে তাদের সংগীত প্রকাশ করে যাচ্ছেন। তাদের মধ্যেই একজন, জারা এসমাইলি, গত বছর অ্যামি ওয়াইনহাউসের ‘ব্যাক টু ব্ল্যাক’ গানটি গেয়ে ভাইরাল হন। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ১ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাহসা আমিনির মৃত্যুর পর ২০২২ সালের প্রতিবাদের সময় থেকে নারীদের ওপর এ ধরনের নিয়ন্ত্রণ আরও কড়া হয়েছে। অনেক নারী শিল্পী ওই বিক্ষোভে সমর্থন জানিয়ে গ্রেপ্তার হয়েছেন বা পেশাগতভাবে নিষিদ্ধ হয়েছেন।
ইরানে শিল্প-সংগীত আজও প্রতিবাদের এক প্রতীক। শেরভিন হাজিপুর, মেহদি ইয়াররাহী, সামান ইয়াসিন ও তুমাজ সালেহির মতো সংগীতশিল্পীরা সরকারের বিরোধিতায় সংগীতকে ব্যবহার করায় গ্রেফতার হয়েছেন। নারী গায়িকাদের অ্যাকাউন্ট বন্ধের সাম্প্রতিক ঘটনা সেই দমননীতিরই ধারাবাহিকতা বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।

Comments are closed.