ইরানের মোস্তফা পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ক ইরানের বিখ্যাত মোস্তফা পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষিত হয়েছে। এ বছর পাঁচ মুসলিম বিজ্ঞানী এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তেহরান টাইমস সূত্রে এ খবর জানা যায়।

অমুসলিম দেশে বসবাসকারী মুসলিম বিশ্বের দুই বিজ্ঞানী একটি যৌথ পুরস্কার দেওয়া হবে। আর মুসলিম দেশে বসবাসকারী তিন বিজ্ঞানীকে আরেকটি যৌথ পুরস্কার প্রদান করা হবে। আগামী ২১ অক্টোবর তাদেরকে নগদ ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার হিসেবে দেওয়ার কথা রয়েছে।

চার ক্যাটাগরিতে দেওয়া হয় মোস্তফা পুরস্কার। এগুলো হলো— তথ্য এবং  যোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি;  জীবন এবং চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি; ন্যানোসায়েন্স ও ন্যানো টেকনোলজি এবং বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র।

অমুসলিম দেশে বসবাসরত ইরানের বিজ্ঞানী হিসেবে পুরস্কার পেয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরান ওয়াফা। তিনি ‘এফ-থিউরির’ জন্য এ পুরস্কার লাভ করেন। অপর পুরস্কার প্রাপ্ত হলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান। তিনি ওয়েল ফার্মিয়ন সেমিমেটাল-এর জন্য এ পুরস্কার লাভ করেন।

মুসলিম দেশে বসবাসরত বিজ্ঞানী হিসেবে পুরস্কার পেয়েছেন লেবাননের মুহাম্মদ সায়েগ ও মরক্কোর ইয়াহইয়া তায়ালাতি ও ইকবাল চৌধুরি। বিজ্ঞান-প্রযুক্তিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

২০১৩ সালে মোস্তফা পুরস্কানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৫ সালে তেহরানে সর্বপ্রথম এ পুরস্কারের অনুষ্ঠান হয়। শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে এবং ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সদস্য দেশগুলোতে কর্মরত বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে আঞ্চলিক সম্পর্ক গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য।

সূত্র : তেহরান টাইমস

You might also like

Leave A Reply

Your email address will not be published.