ইরানের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা, কী বলছে ইসরায়েল

ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে দেশটিতে চালানো এ হামলা প্রতিহত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা অধিকাংশ ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। কোনো ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশের ভূখণ্ডে আঘাত হেনেছে কি না, সে বিষয়ে তারা কিছু জানায়নি।

ইসরায়েলের বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, গত এক ঘণ্টায় ইরান থেকে ইসরায়েল রাষ্ট্রের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার অধিকাংশই ভূপাতিত করা হয়েছে।

এর আগে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে নতুন করে মিসাইলের বহর নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা জানিয়েছে, ‘হুমকি’ প্রতিহত করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

বাসিন্দাদের সতর্ক করে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘সতর্কতা সাইরেন শুনলেই দয়া করে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান এবং নতুন নির্দেশ না আসা পর্যন্ত সেখানেই অবস্থান করুন।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ‘তেহরান খালি করার’ মতো কড়া হুঁশিয়ারি দেন, তার কিছুক্ষণ পরই ইরানের রাজধানী ও আশপাশের অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি বাহিনী ৫ম দিনের মতো ইরানে এই হামলা চালায়।

You might also like

Comments are closed.