ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ করে দিচ্ছেন বাইডেন: ইসরাইল

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইরানকে ২০১৫ সালের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে দেশটিকে পরমাণু অস্ত্র বানানোর সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছে ইসরাইল।

যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার গভীর রাতে ইরানকে পুরনো সমঝোতায় ফিরিয়ে আনতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়। খবর জেরুজালেম পোস্টের।

এ খবরে যুক্তরাষ্ট্রকে তাদের গভীর উদ্বেগের কথা জানায় ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন, এখনই ইরানের লাগাম টেনে না ধরলে যে কোনো সময় পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। আর এ ক্ষেত্রে সবচেয়ে বিপদে পড়তে পারে ইহুদিবাদী দেশটি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি, রাশিয়া ও চীনের সমঝোতা চুক্তি হয়।

পরে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প এ সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে বের করে নিয়ে যান।

এর পর থেকেই ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধি করার পরিমাণ বাড়াতে থাকে। পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার জন্য যুক্তরাষ্ট্র এর পর থেকে বারবার চেষ্টা করলেও ইরান তার ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়ে আসছে ওয়াশিংটনকে।

বাইডেন প্রশাসন ক্ষমতায় এসেই ইরানের সঙ্গে সুর নরম করে আলোচনার কথা বলে যাচ্ছে। আর এতেই পিলে চমকে যাচ্ছে ইসরাইলের।

You might also like

Leave A Reply

Your email address will not be published.